চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপির মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে পাড়া-মহল্লায়, বাড়ি থেকে বাড়ি—সবখানেই ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।
একাধিক উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, আমাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে। আপনারা সবাই আমাকে ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো। অনেক দিন ভোট দিতে পারেননি, এবার নিশ্চিতে ভোট দিতে পারবেন। আপনাদের সাথে দেখা করতে এসেছি। আপনারা আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আামাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশ এইমুহূর্তে বেগম খালেদা জিয়া ছাড়া আমাদের আর কোন অভিভাবক নেই।
শুরুতে ওয়ার্ডের মতলব রোড থেকে গণসংযোগের মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ওয়ার্ডের ঝিন্টু মালের বাড়ি, উত্তর আশিকার্টি মজুমদার বাড়ী বালু মাঠে উঠান বৈঠক, বাবুরহাট মডেল টাউন দীঘিরপাড় বালুর মাঠে উঠান বৈঠকসহ পুরো ওয়ার্ডে পাড়া-মহল্লায়, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।
গণসংযোগে জেলা বিএনপির খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, ইমান আলী মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য শেখ সালমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. কোহিনূর রশীদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল মাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর পাটওয়ারী, সাবেক সভাপতি মহসিন মজুমদার লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সিনিয়র স্টাফ রিপোর্টার/
৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur