চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জালাল উদ্দীন বলেছেন, দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের হাসি-কান্নার সঙ্গী হতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কঠিন সময়েও আপনারা আমাকে একা ফেলে যাননি, সে জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সর্বস্তরের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।
আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমি দলের একজন নগন্য কর্মি। আপনাদের ভালোবাসা আমার একমাত্র সম্বল। আমি যেহেতু দলের প্রতি আনুগত্য। আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন ধানের শীষকে বিজয়ী করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ ধানের শীষকে জয়ী করতে হবে।
তিনি ২২ জানুয়ারী বিকেলে মতলব দক্ষিণের ঢাকিরগাও মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত নেতাকর্মীদের সাথে পথ সভায় এ কথা বলেন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজারুল ইসলাম মুকুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম বাবু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, বিএনপি নেতা ভিপি খলিল,উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পৌর যু্বদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur