চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রচারণার সময় জমানো সঞ্চয়ের টাকা তুলে দেন ৭০ বছরের বৃদ্ধা মমতাজ বেগম।
রোববার বিকেলে শহরের ১৪ নং ওয়ার্ডের মডেল টাউন দীঘিরপাড় এলাকায় উঠোন বৈঠক চলাকালে ঘটনাটি ঘটে। মমতাজ বেগম সঞ্চয়ের ১০ ও ২০ টাকার নোটের বান্ডেল নির্বাচনী কাজে খরচের জন্য শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে তুলে দেন। পরে তিনি বৃদ্ধা নারীর টাকা হাতে নিয়ে বলেন, আমি টাকা পেয়েছি, আপনার কাছেই টাকাগুলো রাখেন। কিছুতেই মানতে রাজি হয় নি বৃদ্ধা নারী।
শেষ পর্যন্ত শেখ ফরিদ আহমেদ মানিক তার টাকাগুলো গ্রহণ করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেন। বৃদ্ধা টাকা গ্রহণ করায় খুশি হয়ে শেখ ফরিদ আহমেদ মানিকের মাথায় হাত দিয়ে দোয়া করেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur