চাঁদপুর পৌর ১নং ওয়ার্ডে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে গনসংযোগ করেছেন নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে মেরকাটিজ রোড উত্তর ও দক্ষিণ, পলাশের মোড়, রয়েজ রোড, নিতাইগঞ্জ, মাছ বাজার, বৌ বাজারসহ বিভিন্ন স্থানে গনসংযোগ করা হয়।
এসময় বিএনপি নেতা মহসীন পাটওয়ারী, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য আনোয়ার ছৈয়াল, বিএনপির ৫নং মহল্লা কমিটির সিনিয়র সহ-সভাপতি স্বপন পাটওয়ারী, সাধারণ সম্পাদক খোকন কাজী, বিএনপির ৬ নং মহল্লা কমিটির সভাপতি হারুন খান, সাধারণ সম্পাদক খালেক গাজী, ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন খান, জসিম ছৈয়াল, শহীদ কাজী, যুবদল নেতা লিটন খান, সেলিম খান, মনির খান, মাসুদ, মিন্টু, সুমন কাজী, করিম বেপারী, হাসান খান, মজু মোল্লা, আবু তাহের, খালেক গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার
৩০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur