প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানিক ভাইয়ের জন্য ধানের শীষের ভোট চাইতে হবে: আক্তার হোসেন মাঝি
চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরান বাজার নূরিয়া উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম ছৈয়াল, ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ, হুমায়ূন আহমেদ কাউসার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, বিএনপি এদেশের গণমানুষের রাজনৈতিক দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আন্দোলনে ১৭ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। তাই মানুষ আজও বিএনপিকে ভালোবাসে। মানুষকে ভালোবেসে ধানের শীষকে জন্য ভোট আদায় করতে হবে।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছন। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সামনের তিন মাস আরো একটু কষ্ট করতে হবে। আমাদের প্রিয় অভিভাবক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীদের আগলে রেখেছেন। মানিক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে হবে। চাঁদপুর-৩ আসনের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের জন্য ধানের শীষে ভোট চাইতে হবে।
সভায় আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মানিক বেপারী, সদস্য সচিব সোহেল আহমেদ রানা। এসময় ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ নভেম্বর ২০২৫