Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / রামপুরে দাস বাড়ীতে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান রাশেদা বেগম হীরা
ধানের শীষের

রামপুরে দাস বাড়ীতে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান রাশেদা বেগম হীরা

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের দাস বাড়ীতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর দাস বাড়ীতে জাতীয়তাবাদী দলের ৩১ দফায় বর্নিত সকল সম্প্রদায়ের সমান সুযোগ সুবিধার কথা তুলে ধরে চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির সাবেক দু-বারের মহিলা এমপি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা(এমএ এমফিল)।

তিনি বক্তব্যে বলেন, আপনারা ১৭বছর ভোট দিতে পারেননি, বিএনপি মানুষের ভোটের অধিকার ফেরত দিতে দীর্ঘ সংগ্রাম করেছে। ফ্যাসিস্ট হাসিনা বলেছে দেশটা নাকি তার বাবার। কিন্তু দেশ সবার। গণতন্ত্র এমন একটা জিনিস এটা আপনাদের অধিকার। ফ্যাসিস্ট হাসিনা ও তার তাবেদারগণ নিজেদের আখের ঘুছিয়েছে। ভাগাভাগির রাজনীতিতে বিএনপি কখনও যায় না৷ আপনাদের জন্য বিএনপি লড়ছে৷ আপনাদের ভোটের অধিকার জন্য লড়ছে৷

তিনি আরও বলেন, বিএনপিকে আপনারা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলে, আপনাদের নিয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গঠন করবো৷ বিএনপি আপনাদের ফারমার্স কার্ড দিবে। এতে আপনারা খুবই উপকৃত হবেন। আমি নারীদের জন্য নারীদের সম্মানের জন্য যতটুকু দরকার ততটুকুই করবো৷ আমরা আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।

স্টাফ রিপোর্টার/
২ নভেম্বর ২০২৫