সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো: লায়ন মো. হারুনুর রশিদ

তৃতীয়বারের মতো ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার পর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে বরণ করে নিলো হাজারো নেতাকর্মী।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চাঁদপুর হয়ে ফরিদগঞ্জে পৌঁছালে উপজেলা বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে সংবর্ধনা জানান। উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ফরিদগঞ্জ।

ফরিদগঞ্জ ব্রিজ এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন হারুনুর রশিদ বলেন, “আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। কৃতজ্ঞতা জানাই বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং স্থায়ী কমিটির সকল সদস্যের প্রতি। তারা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন।”

তিনি বলেন, “ফরিদগঞ্জের জনগণের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুম, খুন, মামলা ও হামলার মতো নানা নিপীড়ন সহ্য করেও দলের প্রতি যে আস্থা রেখেছেন, তারই প্রতিদান দল দিয়েছে। এই আস্থার প্রতিফলন দেখা যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে।”

মনোনয়ন বঞ্চিতদের আন্দোলন প্রসঙ্গে লায়ন হারুন বলেন, দলের সকল নেতাকর্মীর প্রতি আমার শ্রদ্ধা আছে। দল আমাকে তৃতীয়বারের মতো মনোনয়ন দিয়েছে , দলের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নেওয়াটাই সবার কর্তব্য। আশা করি, সবাই বাস্তবতা বুঝবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, একটি কথা মনে রাখবেন, আমি ফরিদগঞ্জে রোহিঙ্গা হয়ে আসিনি। এই মাটিতে আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। ফরিদগঞ্জের মানুষ ও রাজনীতির প্রতিটি দিক আমি জানি। কে কী বললো, তা আমার কাছে মুখ্য নয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক যুবদল আহ্বায়ক নাছির পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদল নেতা ফজলুর রহমান, সোহেল খান, এম.এ. কাইয়ুম, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, মোখলেছুর রহমান ভুট্টো, এম.এম. টুটুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী মৃধা, যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, মনির মাস্টার, হোসেন পাটোয়ারী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, রূপসা উত্তর ইউনিয়নের সাবেক যুবদল নেতা আবদুল জলিল, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া, ইয়াসিন আখন্দ সুজন, সোহেল রানা, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী।

উল্লেখ্য: মনোনয়ন পাওয়ার পর এই প্রথম ফরিদগঞ্জে লায়ন মোঃ হারুনুর রশিদের আগমন উপলক্ষে হাজার হাজার নেতাকর্মীরা সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত অপেক্ষায় ছিলেন। লায়ন মোঃ হারুনুর রশিদকে দেখার পর ফরিদগঞ্জে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। এসময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। ধানের শীষ প্রতীকের বাইরের দালেলারা হুঁশিয়ার সাবধান।

প্রতিবেদক: শিমুল হাছান,
৫ নভেম্বর ২০২৫