ধানের শীষের বিজয়ে আমরা আপসহীন : মোস্তফা খান সফরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরি বলেছেন, দীর্ঘ দুই দশক পর বিএনপি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠনের অপেক্ষায় আছে। ইনশাল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।
১০ অক্টোবর শুক্রবার তিনি চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের কল্যাণ্দী হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মোস্তফা খান সফরী আরো বলেন, আমরা কিছু পাই বা না পাই, আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় গেলে এবং আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেই আমরা আনন্দিত। তাই আপনাদের প্রতি অনুরোধ এখন থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমাদের মাঝে মতভেদ কিংবা নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমাদের মার্কা একটাই, আর সেটি হলো ধানের শীষ। আমরা সবাই ধানের শীষের লোক। ধানের শীষকে বিজয়ী করতে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে।
উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বারের আইনজীবী এ এইস এম আশরাফুল ইসলাম,কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ ভাট,জেলা যুবদলের যুগ্মসাধারন সম্পাদক কামাল পাটোয়ারী,জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ,হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোশাররফ হোসেন,জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহবায়ক কামরুজ্জামান হাসানাত,বিএনপি নেতা মোজাম্মেল মিজি,যুবনেতা মনির হোসেন খান খোকা,সোহাগ বকাউল,পাবেল খান,আহমেদ দরজী,মোঃ পিন্টু খান,বাবুল হোসেন,গোলাম রাব্বানী মনির,মহসীন তপাদার,জিয়াউর রহমান সোহাগ,মোঃ শামীম,মাঈনুল ইসলাম,ছাত্রনেতা রাসেল আমাদের জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবেদক আশিক বিন রহিম/
১০ অক্টোবর ২০২৫