ধানের শীষের নির্বাচনী প্রচারণায় মুফতি সিরাজুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী দুই ধাপে চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি, হোসেনপুর, গাবতলী, চানখার দোকানসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। একই দিনে জেলা জমিয়তের মহিলা শাখার ব্যবস্থাপনায় ব্যাংক কলোনি, জিটি রোড, বিটি রোড ও বিষ্ণুদি এলাকায় পৃথক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
প্রচারণাকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম কোনো ক্ষুদ্র বা বিচ্ছিন্ন সংগঠন নয়। এটি দুদুমিয়া বাহাদুরপুরের পীর সাহেবের ধারাবাহিকতা, সরসিনার পীর সাহেবের আদর্শ এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) এর নেতৃত্বে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী আলেম-ওলামার সংগঠন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছি।”
তিনি আরও বলেন, “ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আজ আমরা রাজপথে নেমেছি। জমিয়তে উলামায়ে ইসলামের সকল নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান; আপনারা সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন।”
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা মাজহারুল ইসলামসহ জেলা শাখা ও বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও প্রচারণায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের মাঝে বিএনপি-জমিয়ত জোটের নির্বাচনী বার্তা তুলে ধরেন।
নিজস্ব সংবাদদাতা/
৩০ জানুয়ারি ২০২৬