‘ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করুন’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী বলেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছে, তাতে একমত হয়ে জাতীয়তাবাদী শক্তির সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ ব্যক্তি কোন বিষয় নয়, আমাদের কাছে বিষয় হলো ধানের শীষ প্রতীক। এটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। তাই নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করুন। কারণ আগামী নির্বাচনে বিএনপি হেরে গেলে, বাংলাদেশ হেরে যাবে।

১২ ডিসেম্বর শুক্রবার চাঁদপুর-৩ (সদর-হাইমচর ) এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। এইদিন মোস্তফা খান সফরী বাদ জুমা থেকে রাত পর্যন্ত দুটি আসনে দলীয় এবং সামাজিক কর্মকান্ড অংশগ্রহণ করে ধানের শীষের পক্ষে ক্যাম্পেইন করেন। এরমধ্যে দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকা, দাসপাড়া, জাফরাবাদ ও মেরকাটিজ রোড় এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এরপর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষের বিভিন্ন পথসভায় অংশগ্রহণ করেন।

শাহরাস্তি উপজেলার সূচিপাড়ায় ২৩নং লোটরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে মোস্তফা খান সফরী বলেন, বিএনপি এ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এদেশের মানুষ সব সময় বিএনপি’র প্রতি আস্থা এবং ভালোবাসা রেখেছে। কারণ বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। নারী শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়। তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, আজকের ইঞ্জিনিয়ার মমিনুল হকের এই পথসভা জনসভায় রূপ নিয়েছে। এটি প্রমাণ করে তিনি এই এলাকায় কতটা জনপ্রিয় ব্যক্তিত্ব। আপনাদের এলাকার এই কৃতি সন্তান গোটা চাঁদপুর জেলায় বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তিনি জেলা বিএনপির নির্বাচিত সভাপতি ছিলেন। স্বৈরাচার আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আস্থাভাজন হিসেবে তাঁকে চাঁদপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। তিনি নির্বাচিত হলে দল থেকে তাকে আরো বড় পুরস্কার দেয়া হবে। এখন আপনাদের দায়িত্ব হলো ইঞ্জিনিয়ার মমিনুল হককে সবোর্চ্চ ভোটে নির্বাচিত করা।

এসময় মোস্তফা খান সফরীর সাথে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী, ঢাকা বারের আইনজীবী ও বিএনপি নেতা এ.এইস.এম আশরাফুল ইসলাম আশু, সহকারি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ মোঃ সাইফুল ইসলাম মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসনাত, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, বিএনপি নেতা শুকুর গাজী, যুবদল নেতা মোঃ পিন্টু, সোহাগ বকাউলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১২ ডিসেম্বর ২০২৫