এদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করবে : মোস্তফা খান সফরী

চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর -৩ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরী বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপি প্রতি অতিতেও আস্থা রেখেছিল এবং ভবিষ্যতেও আস্থা রাখবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আস্থা রেখে এদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করবে। এই বিজয়ের মাধ্যমে বিএনপিকে পূণরায় রাষ্ট্র এবং জনগণকে সেবা করার সুযোগ দিবে।

১৭ অক্টোবর শুক্রবার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মামুদপুর ইউনিয়নে হযরত শাহ মাহমুদ বাগদাদী (রহ.) এর মাজার জিয়ারত শেষে পথসভায় এসব কথা বলেন।

ব্যক্তিগত স্বার্থ কিংবা লোভের জন্য কেউ যেন আমাদের দলীয় ঐক্য বিনষ্ট করতে না পারে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তফা খান সফরি আরো বলেন, বিএনপি এদেশের গণমানুষের রাজনৈতিক দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় অস্ত্র হাতে সংগ্রাম করেছেন। বাংলাদেশের সকল অর্জন, সাফল্য এবং লড়াই সংগ্রামে বিএনপি সব সময় গণমানুষের সাথে ছিল। তাই আমরা আশাবাদী এদেশের জনগণও অতীতের মত বিএনপির সাথে থাকবে এবং আমরা ও জনগণের সাথে থাকবো।

মোস্তফা খান সফরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই বিএনপি, ধানের শীষ এবং বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থ কিংবা লোভের জন্য কেউ যেন আমাদের দলীয় ঐক্য বিনষ্ট করতে না পারে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী, ঢাকা বারের আইনজীবী এ.এইচএম আশরাফুল ইসলাম, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান হাসানাত, বিএনপি নেতা মোজাম্মেল মিজি, মোঃ শুকুর হোসেন, যুবনেতা মনির হোসেন খান খোকা, সোহাগ বকাউল, পাবেল খান, আহমেদ দরজী, মোঃ পিন্টু খান, বাবুল হোসেন, গোলাম রাব্বানী মনির, রনি বকাউল, আল আমিন, ছাত্রনেতা রাসেল আমাদের জনিসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৭ অক্টোবর ২০২৫