ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ‌সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এজন্য আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের দায়িত্ব হল সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করা। তিনি এমপি নির্বাচিত হলে, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

৪ নভেম্বর মঙ্গলবার সকালে চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ডে বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সংগ্রহ, নবায়ন এবং ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

ওয়ার্ডের ছৈয়াল বাড়ি এলাকায় অনুষ্ঠিত আয়োজনে আলহাজ্ব মোশারফ হোসেন আরো বলেন, বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ ১৭বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য ‌অত্যন্ত গুরুত্বপূর্ণ।‌ কারণ নির্বাচনকে বাঁধাগ্ৰস্ত করতে প্রতিত আওয়ামী লীগসহ অনেকগুলো রাজনৈতিক দল ষড়যন্ত্র শুরু করেছে। এজন্য আমাদের ‌ প্রতিটি এলাকার পাড়া মহল্লায় ‌এবং বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

ইনশাল্লাহ বিতিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ প্রধানমন্ত্রী মানিক ১৭ বছর ধরে দলের দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখেছে। আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্য দিয়ে আমাদের সেই দিন শোধ করতে হবে। তিনি নির্বাচিত হলে চাঁদপুরকে ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন এবং পর্যটনে সমৃদ্ধ একটি জেলা শহর হিসেবে গড়ে তুলবেন। তাই ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ‌সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।

বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন শেষ ‌তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে ওই এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন (মৃধা মাঝি) সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের ছৈয়াল, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (সহ) মুহম্মদ মোজাম্মেল হক, সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক জয়নাল মাতাব্বর, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির বন্দুকসী, সাংগঠনিক সম্পাদক কাজল বেপারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ বেপারী, বিএনপি নেতা মনির খন্দকার, ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুদ্দিন খান, সাধারণ সম্পাদক ফারুক সর্দার, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আল আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন মাঝিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ নভেম্বর ২০২৫