ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরীর চিকিৎসা চলছিল সরকারি হাসপাতালে। অভিযোগ উঠেছে, সেই হাসপাতালে দ্বিতীয় বার ধর্ষণের শিকার হয়েছে মেয়েটি।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ড রাজ্যের জামশেদপুরের এমজিএম হাসপাতালে। গত রোববার রাতে হাসপাতাল প্রাঙ্গণেই এক নিরাপত্তারক্ষী এ ঘটনা ঘটান বলে অভিযোগে বলা হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কয়েকদিন আগেই কিশোরীটি ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেপ্তারও করেছে।
পুলিশ জানিয়েছে, ওই রাতে হাসপাতালে দায়িত্বরত একজন বেসরকারি নিরাপত্তারক্ষী ধর্ষণের ঘটনাটি ঘটান।
পুলিশ সুপার অনুপ ম্যাথিউ বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজনকে আটক করেছি। তবে অপরাধী পালিয়ে গেছে।’
আন্তর্জাতিক নিউজ ডেস্ক || আপডেট: ০২:০৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur