আন্তর্জাতিক

ধর্ষণের রাজধানী ভারতের নয়াদিল্লি

ধর্ষণের রাজধানী দিল্লি!
দিন দিন ভারতে ধর্ষণের মাত্রা বেড়েই চলছে। এ ক্ষেত্রে বিশেষ স্থান দখল করে রেখেছে দেশটির রাজধানী শহর নয়াদিল্লি। ভারতের মোট ৭টি ইউনিয়ন টেরিটোরির মধ্যে দিল্লিতেই সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ২০১৫ সালে। মোট ২,১৯৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) দেওয়া তথ্যের ভিত্তিতে এমন সংবাদ দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৫ সালে গোটা ভারতে মোট ৩৪,৬৫১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩,০৯৮টি ঘটনার ক্ষেত্রে ধর্ষক ভিক্টিমের পূর্ব পরিচিত ব্যক্তি ছিল। ধর্ষণের শিকার হওয়া নারীদের বয়স ছিল ৬ থেকে ৬০ বছর পর্যন্ত।

এনসিআরবি’র তথ্য অনুযায়ী, ধর্ষণের ক্ষেত্রে ভারতের ইউনিয়ন টেরিটোরিতে দিল্লি যেমন শীর্ষে, তেমনি আবার ২৯টি রাজ্যের মধ্যে শীর্ষে অবস্থান করছে মধ্য প্রদেশ। গত বছর সেখানে ৪,৩৯১টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

ধর্ষণের অপরাধের ক্ষেত্রে রাজ্য বিবেচনায় মধ্য প্রদেশের পরেই রয়েছে মহারাষ্ট্র। যেখানে ৪,১৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। রাজস্থান ও উত্তর প্রদেশে যথাক্রমে ৩,৬৪৪ ও ৩,০২৫টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। এ ছাড়া উড়িষ্যায় ২,২৫১টি, আসামে ১,৭৩৩টি, ছত্রিশগড়ে ১,৫৬০, কেরালায় ১,২৫৬টি, পশ্চিম বঙ্গে ১,১২৯টি, হরিয়ানায় ১,০৭০টি এবং বিহারে ১,০৪১টি ধর্ষণের ঘটনা ঘটেছিল।

ইউনিয়ন টেরিটোরির ক্ষেত্রে দিল্লি ছাড়িয়ে গেছে অনন্য অঞ্চলগুলোতে। দিল্লির ২,১৯৯টি ধর্ষণ ঘটনার বিপরীতে চণ্ডিগড়ে ৭২টি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৬টি, দাদর ও নাগর হাভেলিতে ৮টি, দামান ও ডুইতে ৫টি এবং পাণ্ডুচেরিতে তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছিল গত বছর। তবে লক্ষ্ণদ্বীপে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি।

ধর্ষণের পাশাপাশি মেয়েদের শারীরিকভাবে নির্যাতন, যৌন হয়রানি, ইভটিজিংসহ নারীদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও ইউনিয়ন টেরিটোরিগুলোতে শীর্ষস্থান দিল্লির দখলেই। গত বছর ইউনিয়ন টেরিটোরিগুলোতে মোট ১৭,৮৪৫টি এই ধরনের ঘটনায় মামলা হয়েছিল। এর মধ্যে কেবল দিল্লিতেই হয়েছে ১৭,১০৪টি। পরিসংখ্যানের আলোকে বিচার করলে মেয়েদের জন্য অনিরাপদ জায়গা হিসেবেই চিহ্ণিত হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লি।প্রাইম নিউজ

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৫০ পি,এম ১৫ আগস্ট ২০১৬,বুধবার
ইব্রাহীম জুয়েল

Share