মতলব দক্ষিণ উপজেলার হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যগে শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন দাবিতে মানববন্ধন পালিত হয়।
সারা দেশে নারী-শিশু ধর্ষণ ও পাশবিক নিযার্তনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন বাস্তবায়ন এবং নারী-শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মতলব পৌরসভার নবকলস বাইতুল গফুর জামে মসজিদ সংলগ্ন বাইপাস সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের মতলব দক্ষিণ উপজেলার প্রতিষ্ঠাতা পরিচালক ও নবকলস বাইতুল গফুর জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসাইন লাকসামী।অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মতলব আদর্শ স্কুল জামে মসজিদের খতিব খালেদ সাইফুল্লাহ,সাবেক ওয়ার্ড কমিশনার বিল্লাল হোসেন মোল্লা,অত্র মসজিদ কমিটির সেক্রেটারী মোখলেছুর রহমান মোল্লা, কোষাধ্যক্ষ রফিক মোল্লা, হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের সদস্য মান্নান মোল্লা,আয়েত আলী,মাসুদ, নুরে আলম,তোফায়েল, সোহাগ,জনি,ফয়সাল গাজী,শাহীন গাজী,আব্দুল্লাহ দেওয়ানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৯ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur