‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া এই স্লোগানে’ ধর্ষকদের ফাঁসির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ। সারাদেশে উত্তপ্ত দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল করেছে চাঁদপুর আলামিন স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার ১৩ মার্চ চাঁদপুর আলামিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এসে কুমিল্লা সড়ক হয়ে চাঁদপুর জেলা দয়রা জজ আদালতের সামনে গিয়ে শিক্ষার্থীরা অবস্থান করে এবং বিক্ষোভ মিছিল করে আছিয়ার ধর্ষণকারীর ফাঁসির দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন । প্রশাসনের কার্যালয়ের সামনে উত্তপ্ত হয়ে বিক্ষোভ করে। এখানে কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। এক কাপ কারীদের পাশে এসে দাঁড়িয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহাজান মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সকল ধর্ষণকারীদের ফাঁসি হোক আমরা চাই । তবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না আমি তোমাদের ওয়াদা দিচ্ছি।’
চাঁদপুরে যত নারী নির্যাতিত হবে চাঁদপুর নারী নির্যাতন হয়েছে ইতিমধ্যে আমি আমার পক্ষ থেকে বিনা পারিশ্রমিকে তাদেরকে আইনি সহযোগিতা করে যাব। আর আছিয়ার মত বাংলাদেশে এই ধরনের কোন নারী যেন ধর্ষন না হয়। আমরাও আছিয়ার ধর্ষণকারীর ফাঁসি দাবি করছি। দেশের ধর্ষণসহ সকল অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করেন জেলা জামাতের সেক্রেটারি।
এ সময় শিক্ষার্থীরা বলেন,‘ সারাদেশে যে পরিমাণে ধর্ষণ-চুরি-ডাকাতি ও হত্যা হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি অতি দ্রুত ফাঁসির দাবি করি।’
চাঁদপুর আলামিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ধর্ষণকারীদের শাস্তি দাবি করে ।এ ঘটনায় জড়িতের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। বিক্ষোভকারীরা বলেন আসিয়ার ধর্ষণকারীদের না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এদিকে আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন চাঁদপুর জেলা জামাতের সেক্রেটার এডভোকেট শাহজাহান মিয়া সহ আলামিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।’
প্রতিবেদক: এমকে এরশাদ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur