Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ধর্মের অপব্যাখ্যাকারী রুখতে তরিকাপন্থীরা রাজপথে থাকতে বাধ্য হবে
ধর্মের

ধর্মের অপব্যাখ্যাকারী রুখতে তরিকাপন্থীরা রাজপথে থাকতে বাধ্য হবে

আওলাদে রাসুল মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভান্ডারী বলেছেন, দেশে বর্তমানে সর্বত্রই ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মব সৃষ্টি করে উগ্রবাদীদের হীনস্বার্থ চরিতার্থ করার প্রবণতা দেখা যাচ্ছে। এই উগ্রবাদীরা সব সময় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের অশুভ ফায়দা হাসিলের সুযোগ খুঁজতে থাকে। এরা সুযোগ পেলেই ধর্ম ও মানবতার ওপর আঘাত হানে। তরিকাপন্থীরা রাজপথে যথাযথভাবে সক্রিয় হলে তাদের লাগাম টেনে ধরা সম্ভব হবে। ধর্মের অপব্যাখ্যাকারী উগ্রবাদীদের রুখে দিতে তরিকাপন্থীরা প্রয়োজনে রাজপথে নেমে আসতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন বিএসপি চেয়ারম্যান। তবে আপনারা সব সময় আহলে সুন্নাত এর আকিজায় চলতে হবে। তরীকতের কাজ করতে হবে এবং আহলে সুন্নাত জামাআত এর সকল মিলে কাজ করবেন।

রবিবার (৯ নভেম্বর) রাতে চাঁদপুর জেলার মতলবের বিভিন্ন এলাকায় আয়োজিত ৪টি ধর্মীয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দাউদকান্দি কেন্দ্রীয় খানকাহ শরীফের মাহফিল, মতলব কেন্দ্রীয় খানকাহ শরীফের মাহফিল, মতলব উত্তর উঠারচর আব্দুল কুদ্দুছ প্রধানের বাড়ির মাহফিল, মতলব উত্তর সটাকী রহমানিয়া মইনীয়া খানকাহ্ শরীফ ও মাজার শরীফের বার্ষিক ওরশ মাহফিল সহ ধারাবাহিক ৪ মাহফিলে প্রায় সামঞ্জস্যপূর্ণ বক্তব্য রাখেন তিনি। মাহফিলে আলোচনা করেন, বাংলাদেশ সুপ্রিম পাটির সহ সভাপতি মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, হাফেজ মাওলানা মুহম্মেদ, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটিরি আহবায়ক ও সাংবাদিক মোঃ কামরুজ্জামান হারুন,খানকার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খলিফা মুনির খান, মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রকাশক মোঃ এরশাদ খান,ও সেলিনা বেগম,খলিফা মাওলানা কবির হোসেন,বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় জেলার সাধারন সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী, আঞ্জুমানে রহমানিয়া কচুয়ার সভাপতি মোঃ বোরান উদ্দিন,ও মোঃ সুমন ও সাইফিয়া ভক্ত মোঃ ইসমাইল সহ আরও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ মইনীয়া ও সাইফিয়া ভক্ত বৃন্দ উপস্থিত চিলেন।

সালাতু সালাম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সর্বমানবতার শান্তি ও মুক্তি কামনায় প্রতিটি মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।

প্রতিবেদক: এমকে এরশাদ
১০ নভেম্বর ২০২৫