ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তদের সামর্থ অনুযায়ী সহযোগিতার আহবান

বিএম ইসমাইল, হাইমচর:
হাইমচর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পুন:নির্মাণ পরিদর্শন কালে খুলনা বিভাগীয় ডিআইজি বাবু নিবাস চন্দ্র মাঝি ভক্তদের উদ্দেশ্যে বলেন ধর্মীয় প্রতিষ্ঠানে সকলের সমর্থ অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানান।

ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করলে স্বর্গীয়কালে তা পুণ্য হিসাবে পাওয়া যাবে। শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের উন্নয়নে বিগত দিনে আমি যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। এ পুণ্য নির্মাণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

(১৯ আগস্ট) বুধবার বিকাল ৩টায় শ্রীশ্রী জগন্নাথ মন্দির পুন:নির্মাণ পরিদর্শন করেন খুলনা বিভাগীয় ডিআইজি বাবু নিবাস চন্দ্র মাঝি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ মজুমদার, প্রাক্তন প্রধান শিক্ষক সুনিল কৃষ্ণ মাঝি, সমাজ সেবা অফিসার মোঃ সহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা শাহলম পাটওয়ারী, জগন্নাথ মন্দির সবাপতি বাবু অজয় কৃষ্ণ মজুমদার, সাধারণ সম্পাদক দিনেশ, যুগ্ম সম্পাদক সুশিতল দাশ, রাজিব মাঝি, বক্তদের মধ্যে অনিল মাঝি, জগুল দেবনাথ কোষাধ্যক্ষ লক্ষণ চন্দ্র সরকার প্রমুখ।

সবশেষে নিবাস চন্দ্র মাঝি তার পিতা মাতার বার্ষিকীতে গণভোজ ও অসহায়দের মাঝে কাপড় বিতরণ করেন।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/2015।

Share