Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মতলব দক্ষিণে ঈদ উদযাপিত
ধর্মীয়

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মতলব দক্ষিণে ঈদ উদযাপিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আযহা। মতলব পৌরসভার ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী নিউ হোস্টেল মাঠে (কেন্দ্রীয় ঈদগাহ)

১৭ জুন সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয় ঈদ উল আযহার ২ রাকাত ওয়াজিব নামাজ। নামাজে ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী। নামাজ শেষে

জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দেশের কোটি কোটি মুসলমান আজ দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করেছেন। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পূর্বে ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন সহকারী কমিশনার ভুমি নিলয় রহমান। এছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা।

এদিকে নামাজ শেষে ঈদগাহে উপস্থিত মুসল্লিগণ একে অপরের সাথে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৭ জুন ২০২৪