চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, আমাদের সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার দিকে জোর দিতে হবে। সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দূর করতে হলে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই।
সোমবার (১৩ অক্টোবর) সকলে চাঁদপুর শহরের কোড়ালিয়া মেটারনিটি স্কুলের উপদেষ্টা ও ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোশাররফ হোসাইন আরো বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দিবেন। তাই তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে পশ্চিমা সংস্কৃতিতে আসক্ত না হয়, এজন্য নিজ দেশের সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। তাদের মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিবেন।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোশাররফ হোসাইন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা হলেন আমাদের সমাজের বিবেক ও স্পন্দন। তারা মানুষ গড়ার কারিগর। আমাদের সন্তানদের প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার পেছনে বাবা-মার চেয়ে শিক্ষকের অবদান কোনো অংশে কম নয়। শিক্ষকরা জ্ঞানশূন্য মানবশিশুকে জ্ঞান দান করেন এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকের মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব রয়েছে। আসুন আমরা সবাই মিলে একটি সভ্য, সুন্দর এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলি।
কোড়ালিয়া মেটারনিটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফাহাদ বিন রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের সদস্য ও হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হাফেজ আহমেদ, শিক্ষানুরাগী হারুন অর রশিদ পাটওয়ারী, অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মোঃ হাফেজ ঢালী, ম্যানেজিং কমিটি সহ সভাপতি শেখ মজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি রাবেয়া আক্তার, অভিভাবক প্রতিনিধি ওয়ালিদা খানম, খাদিজা আক্তার।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম
১৩ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur