চাঁদপুর

চাঁদপুরে ডাক দেয়ার ৪ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানে আটটি রুটে যাত্রীবাহী বাস চলাচল করে। এসব রুটের মধ্যে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী।৪ ঘণ্টা বন্ধ রাখার পর চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: নাসিম উদ্দিন এসে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের আশঙ্কা দেখা দিলে তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে চাঁদপুর থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে ৪ ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আটটি রুটে যাত্রীবাহী বাস চলাচল এ ৪ ঘণ্টা বন্ধ ছিলো। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে।

তাদের দাবিসমূহের মধ্যে ছিলো : রোড পারমিটবিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি, অবৈধ গাড়ি চলাচলের কারণে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত, যানবাহনে অবৈধ নাম্বার, অটোরিকশা চালকদের লাইসেন্স নেই, রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া বেআইনীভাবে বিভিন্ন জায়গা ইজারা দেয়া।

চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: বাবুল মিজি বলেন, যারা বৈধভাবে যানবাহন চালাচ্ছে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ যানবাহন ও চালকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। অবৈধ যানবাহন বন্ধের জন্য আমরা দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে চাঁদপুর থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা থাকলেও প্রশাসনের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট প্রত্যাহার করে ১২টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

বাস শ্রমিক মো: শুক্কুর খান বলেন, আমরা বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে হয়রানি হচ্ছি। সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার কোনো অনুমোদন নেই।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: নাসিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমরা শ্রমিক সংগঠনের সাথে যোগাযোগ করছি। তারা আমাদের কথা শুনে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। তথ্যসূত্র: নয়া-দিগন্ত

করেসপন্ডেট, ২৫ আগস্ট ২০২০
কে. এইচ

Share