প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিত্তশালীরা টাকার জোরে বড় বড় আইনজীবী নিয়োগ করে সুবিধা পান, যা গরিবের ন্যায়বিচার পাওয়া কঠিন করে তোলে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা নিজেরাই বার কাউন্সিলের রুল মানতে চান না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হরহামেশা বিচারকের আদালত বর্জন কাম্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
আইন পেশাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম না ভাবার আহ্বান জানান প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের আইনজীবীরা ও বিচারপতিরা ছাড়া উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
নিউজ ডেস্ক : আপডেট- ০৫:০০ এএম, ১১ ডিসেম্বর, ২০১৫, শুক্রবার।
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur