ধনারপাড়ে দুই পক্ষের সংঘর্ষে নারী আহত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে ধনারপাড় গ্রামে পুকুরের মাটি কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আকলিমা বেগম নামে এক নারী গুরুতর আহত হয়। ১৪ মে সকাল দশটায় আলিম উদ্দিন প্রধানীয়া বাড়ীর ধনারপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাড়ীর রিপন প্রধানীয়ার স্ত্রী আকলিমা বেগম তাদের বাড়ীর পুকুরে থেকে সামান্য মাটি আনতে গেলে ভাতিজা আরিফ বাঁধা দেয়। এতে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয় এবং একপর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে আকলিমাকে বেধরক মারধর করে।
একপর্যায়ে আকলিমা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে ভর্তি করান।
রিপন প্রধান বলেন, পুকুর থেকে সামান্য মাটি আনার কারনে আমার স্ত্রীকে বেধরক মারধর করে আরিফ প্রধান।সম্পর্কে সে আমার ভাতীজা। তুচ্ছ এ ঘটনাটির তদন্তপূর্বক বিচার দাবী করেন রিপন প্রধান।
এ ব্যপারে আরিফের মোবাইলে একাধিকবার ফোন করেও তার পাওয়া যায়নি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৪ মে ২০২৫