মতলব উত্তর

দ্রুত বিচারের দাবি নিহত আতিকের স্বজনদের

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নিহত চাঁদপুরের আতিক উল্যাহ’র স্বজনরা। স্বামী আর পিতৃৃহত্যার বিচারের প্রতীক্ষায় এখন আতিকের স্ত্রী ও ৫ সন্তান।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা চাঁদপুরের মতলব উত্তরের পাঁচআনী গ্রামের আতিক উল্যাহ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১০ লাখ টাকা পেয়ে আতিকের পরিবারে এখন আর অভাব নেই। তবে শূন্যতা একজন আপন অভিভাবকের। নৃশংস হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আতিকের স্ত্রী লাইলি বেগমসহ তার সন্তানরা।

বিভিন্ন সময়ে নিহতদের পরিবারের পাশে থেকে সহযোগিতা করেছে আওয়ামী লীগের নেতারা। তাদের পরিবারের সাথে একই দাবি ও ২১ আগস্টকে ঘিরে বিভিন্ন কর্মসূচির কথাও জানালেন মতলব উত্তর পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

নৃশংস এ হত্যাকান্ডের সঠিক বিচার দ্রুত সম্পন্ন হবে এমনটাই দাবি নিহতের পরিবারসহ চাঁদপুরবাসীর।

প্রতিবেদক : খান মো.কামাল
আপডেট,বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ২১ আগস্ট ২০১৮,মঙ্গলবার
এজি

Share