চাঁদপুর

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর শহর গণফোরামের মানববন্ধন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার (১ অক্টোবর) বিকেলে শহরের কালিবাড়ি শ্বপথ চত্ত্বর মোড়ে মানববন্ধন করেছে চাঁদপুর শহর গণ ফোরাম।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গণ ফোরামের সভাপতি এড. সেলিম আকবর।

তিনি বক্তব্যে বলেন, দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে। সরকারের পক্ষ থেকে কোন বাজার মনিটরিং করা হচ্ছে না। দ্রব্যমূল্য বৃদ্দির কারণে জনগনের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। জীবন যাত্রায় মানুষের হীমসিম খেতে হচ্ছে। বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিনত হচ্ছে। তাই সরকার অতিবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ব্যবস্থা গ্রহন করবেন।

শহর গণ ফোরামের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা গণ ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সহ-সভাপতি খোকন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব মজুমদার।

শহর গণফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিলনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা গণ ফোরামের আইন বিষয়ক সম্পাদক এড. আনোয়ার হোগেণ, জেলা মহিলা গণ ফোরামের সভাপতি এড. জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক শিল্পি আক্তার, যুব গণ ফোরামের সাধারণ সম্পাদক আ¤্রাফ বাবু, শ্রমিক গণ ফোরামের সভাপতি আশ্রাফ গাজী, সাধারণ সম্পাদক শহীদ বকাউল।

এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১১:১৩ পিএম, ১ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ

Share