দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চাঁদপুর ক্যাবের মানববন্ধন

দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊধবগতি প্রতিরোধ ও নিরাপদ খাদ্য সামগ্রী প্রাপ্তির দাবিতে চাঁদপুরে জেলা ক্যাবের উদ্যোগে সোমবার বিকেলে শহরের শপথ চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধক্ষ মো. মোশারফ হোসেনর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সদস্য এ এস এম সফিকুর রহমান, শাহাজাহান চোকদার।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকার মজিবুর রহমান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মীর্জা জাকির, লায়ন আহসান উল্ল্যাহ খান বাতেন, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুর রহমান, সুশীতল ভৌমিক।

এসময় বক্তরা বলেন, ‘আসন্ন রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা আদায় করে। তারা তাদের দোকানগুলিতে মূল্য তালিকা লাগায় না। তাই আমাদের দাবি প্রত্যেক দোকানে মূল্য তালিকা লাগাতে হবে। রমজানে ইফতার সামগ্রীর মধ্যে কোন প্রকার রং মেশানো যাবে না। আমরা নিরাপদ খাদ্য চাই।’

]আশিক বিন রহিম

Share