চাঁদপুর

‘মায়েরা সচেতন হলে বাল্যবিয়ে ও জঙ্গিবাদ দূর হবে’

স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ ওয়াহিদুজ্জামান বলেছেন ‘মা যদি সন্তানদেরকে বাল্য বিবাহের প্রতি সচেতন করে তুলে তাহলে বাল্য বিবাহ রোধ হবে। জঙ্গিবাদ রোধে মা তার সন্তানকে যদি সচেতন করে তুলে তাহলেই আগামী প্রজন্ম জঙ্গিবাদের মতো অন্যায় কাজ থেকে দূরে থাকবে।’

চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পুরাণবাজার ২নং বালক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষে অর্জন সমূহ সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে এটির আয়োজন করে তথ্য অফিস।

তিনি আরো বরেন, ‘শিক্ষা ক্ষেত্রে মায়েদের ভূমিকা অনেক বেশি। সরকার সকল ধরনের প্রতিষ্ঠানে নারীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ করেছেন। বাল্য বিবাহ রোধে মায়েদের অবদান অনেক বেশি। কারণ মা তার সন্তানকে সব দিকে শিক্ষা দিয়ে থাকেন।’

বাল্য বিয়ে ও জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘মা যদি সন্তানদেরকে বাল্য বিবাহের প্রতি সচেতন করে তুলে তাহলে বাল্য বিবাহ রোধ হবে। জঙ্গিবাদ রোধে মা তার সন্তানকে যদি সচেতন করে তুলে তাহলেই আগামী প্রজন্ম জঙ্গিবাদের মতো অন্যায় কাজ থেকে দূরে থাকবে। মা তার সন্তানরা কি করে সে দিকে লক্ষ্য রেখে তাকে লালন পালন করলে আগামী প্রজন্ম জঙ্গিবাদ থেকে রেহাই পাবে।’

তিনি আরো বলেন, ‘প্রকৃত ইসলামের মানুষ হত্যার মতো জগণ্য কাজের সাথে জড়িত থাকে না। ইসলাম ধর্মে লেখা নেই মানুষ হত্যা করার। এতে বলা রয়েছে মানুষকে ভালবাসার জন্য মানুষের কাজে এগিয়ে আসার জন্য। প্রকৃত ইসলামের দাওয়াত দেয়ার জন্য। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে ঘোষণা করা হবে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত আয়ের মধ্যে নিয়ে যাবে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষে গ্রহণ করেছে। আর এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। চাঁদপুর জেলা ইলিশের জেলা হিসাবে পরিচিত লাভ করেছে। আর ইলিশ ক্ষেত্রে চাঁদপুর অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাবে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুবরাজ বনিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কর্মকর্তা মো. দেলোর হোসেন, ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাতেন মিয়াজী, অভিভাবক শিক্ষক কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন খান, সাবেক কাউন্সিলর আসলাম গাজী প্রমুখ।

এসময়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক মায়েরা, শিক্ষক সুধীজন উপস্থিত ছিলেন।

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share