চাঁদপুরে খেলাফত মজলিস উদ্যোগে দোয়া

খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে জুলাই যোদ্ধা ওসমান হাদীর মৃত্যুতে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে জুলাই যোদ্ধা ওসমান হাদীর জান্নাতে উচ্চ মাকাম প্রার্থনা,দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি ও চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব তোফায়েল আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ওসমান হাদী ছিলেন ন্যায়ের প্রতীক। সেজন্যই ফ্যাসিবাদীরা তাকে হত্যা করেছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ের নানা সংকট থেকে উত্তরণে আল্লাহর উপর পূর্ণ ভরসা ও দ্বীনের পথে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। খেলাফত মজলিস দেশ ও মানুষের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা ঈমানদারদের অন্যতম দায়িত্ব। সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে দ্বীনি চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম , মাওলানা ইয়াসিন, সহ-সাধারণ সম্পাদক ফারুক মোহাম্মদ নোয়াইম, মাওলানা কবির হোসাইন , সেলিম রেজা, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সুলতান আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, মোঃ জহির সহ শহর শাখার নেতৃবৃন্দ, ছাত্র মজলিস ও অঙ্গসংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশবাসীর শান্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সকল প্রকার জুলুম-নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

স্টাফ করেসপন্ডেট/
১৯ ডিসেম্বর ২০২৫