শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের দোপাল্লা জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর বুধবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ৪৯২ জন ভোটারের পেছনে লড়লেন ১৩ জন প্রার্থী।
এদের মধ্যে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম তালুকদার, মো. আনোয়ার হোসেন, জহির মিয়াজি, ইসমাইল হোসেন ও নাছিমা আক্তার।
বুধবার নির্বাচনের পরিবেশ ঠিক রেখে নিরলস ভাবে কাজ করেন রিটার্নিং দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী নরুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম ও সভাপতি মো. মাসুদুর রহমান এবং আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।
এদিকে বিজয়ী প্রার্থীরা বলেন, আমরা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনা মান বৃদ্ধির লক্ষ্যে গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ শিক্ষকমণ্ডলীদের পাশে থাকবো।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৯ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur