সারাদেশ

দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংগ্রাম পত্রিকার সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে বলা হয়,গত বছরের ১২ ডিসেম্বর ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আজ পত্রিকাটির সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে।

ডিএফপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করায় পত্রিকাটি কোনো সরকারি বিজ্ঞাপন পাবে না এবং অন্যান্য সরকারি সুযোগ থেকেও বঞ্চিত হবে।

বার্তা কক্ষ,২৩ জানুয়ারি ২০২০

Share