জাতীয় দৈনিক মানব কন্ঠ পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক খন্দকার আরিফ। শনিবার (১২ মার্চ) নিয়োগপত্রে স্বাক্ষর করে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
সাংবাদিক খন্দকার আরিফ এর পূর্বে দৈনিক বর্তমান ও বানিজ্য প্রতিদিন পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সাল থেকে সাংবাদিকতা পেশা নিয়োজিত আছেন। বর্তমানে খন্দকার আরিফ দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছেন। তাকে সংবাদ সংক্রান্ত যে কোন তথ্য দিয়ে সহকর্মী ও জনসাধারণের কাছে সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur