Home / চাঁদপুর / চাঁদপুরে দৈনিক নয়া প্রভাত পত্রিকার ঘোষণাপত্রের অনুমোদন
নয়া প্রভাত

চাঁদপুরে দৈনিক নয়া প্রভাত পত্রিকার ঘোষণাপত্রের অনুমোদন

চাঁদপুর থেকে প্রকাশিত নতুন দৈনিক নয়া প্রভাত পত্রিকার ঘোষণাপত্রের অনুমোদন দিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের কক্ষে আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দেওয়া হয়। দৈনিক নয়া প্রভাত পত্রিকার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, চাঁদপুরে ২১ টি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে। আজকে নয়া প্রভাত নামে নতুন একটি পত্রিকা যোগ হলো। আমরা আশা করবো আপনারা সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ২২ নাম্বার থেকে এই পত্রিকাকে ১ নাম্বারে পৌঁছে যাবে। আমি এই পত্রিকা এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জানাই।

জেলা প্রশাসক বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে গণমাধ্যমের অনেক ভূমিকা রয়েছে। তারা এমন সংবাদ প্রকাশ করবেন যা মানুষের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। আমাদের সমাজে অনেক সমস্যা রয়েছে। সেটিতে চাইলে ইতিবাচক ভাবে প্রকাশ করা যায়। আপনাদের প্রকাশিত সংবাদ যেন চাঁদপুরের কল্যাণে হয়। যার মাধ্যমে চাঁদপুর এবং চাঁদপুরে মানুষ উপকৃত হবে।

দৈনিক নয়া প্রভাত এর সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, পত্রিকাটি নিরবিচ্ছিন্নভাবে প্রকাশ এবং সত্যনিষ্ঠ সংবাদ প্রচারে সকলের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক মো: এরশাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, রোটারিয়ান জামাল সাকিব, সাংবাদিক এইচ.এম নিজাম, শাহজামাল গাজী সোহাগ, সম্পাদক ও প্রকাশকের আইনজীবী এডভোকেট ফয়সাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম, মাওলানা ইকবাল হোসেন, মনির হোসাইন, তালহা জুবায়ের, মাজহারুল ইসলাম অনিক, কবির হোসেন মিজি, আশিক বিন রহিম প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৯ ডিসেম্বর ২০২৫