দৈনিক দিনকালের ফরিদগঞ্জ প্রতিনিধি সোহেল খান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পাদিত দেশের শীর্ষ জাতীয় পত্রিকা দৈনিক দিনকালের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন সাংবাদিক সোহেল খান। পত্রিকাটির মফস্বল সম্পাদক আনোয়ার কবির বুলু স্বাক্ষরিত এক পত্রে বুধবার (৪মে) থেকে এ নিয়োগ কার্যকর হয়।

সোহেল খান ২০১৪ সালে জাতীয় দৈনিক ভোরের আওয়াজ পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
অতঃপর ২০১৮ সালে দৈনিক দিনকাল পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত অবস্থায় তিনি পাঠক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন। কিন্তু পতিত সরকারের তৎকালীন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভিন্ন মামলা-হামলার স্বীকার হয়ে প্রবাসে পাড়ি জমান।

সাংবাদিক সোহেল খান পত্রিকাটির সম্পাদক ও কলাকুশলীসহ সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ৪ মে ২০২৫