চাঁদপুর

দৈনিক চাঁদপুরজমিন সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক চাঁদপুরজমিন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভায় রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় বাগাদী-নানুপুর চৌরাস্তা চাঁদপুরজমিন টাওয়ারস্থ পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশ নামূলক বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন।

তিনি বক্তব্য বলেন, সাংবাদিকতা পেশায় এখন অনেক আধুনিকতা এসেছে। এ পেশায় আন্তুরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে একজন সাংবাদিক তার জীবনকে অনেক সুন্দর করতে পারেন। আর এ জন্য সমাজের সকল অসঙ্গতি তুলে ধরতে হবে। যারা সমাজের জন্য ভালো কাজ করেন, তাদের কাজের সফলতা তুলে ধরতে হবে। তাহলেই তারাসহ অন্যরা ভালো কাজে উৎসাহিত হবেন এবং এগিয়ে আসবেন। আর এ ধরনের কাজ অব্যাহত থাকলে আমাদের একটি সুন্দর সমাজ ও পরিবেশ সৃষ্টি হবে। আসুন আমরা সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করি। সভা সঞ্চালনা করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, বিশেষ প্রতিনিধি মনীর হোসেন সজিব, স্টাফ রিপোর্টার বাবু আলম, গাজী মোঃ ইমাম হোসাইন, বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মঞ্জু।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ

Share