চাঁদপুর

দৈনিক চাঁদপুরজমিন সম্পাদকের পিতার জানাযা ও দাফন সম্পন্ন

দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকনের পিতা আলহাজ্ব মো. লোকমান মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বাদ জোহর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এরপর নানুপুর নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর পূর্বে বুধবার (১০ মে) দিনগত রাত ১২টায় ব্রেইন স্টোক জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। প্রায় ১ মাস তিনি ঢাকা মেডিকেল কলেজ এ- হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

নামাজে জানাযায় ইমামতি এবং নসিহতমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমীরে শরীয়ত হাফেজ মাওলানা কারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর (রহ.)।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাগাদী দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা নেয়ামত উল্যাহ খান, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি ও সনাক সভাপতি কাজী শাহাদাত, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল গাজী, নানুপুর উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদ সভাপতি মো. মিজানুর রহমান খান।

নামাজে জানাযায় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ড. এম.জি ফারুক ভুঁইয়া, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, প্রেসক্লাব সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলম পলাশ, রোটারী ক্লাব অব চাঁদপুরের সভাপতি রোটা. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাছির উদ্দন খান, সাবেক সভাপতি রোটা. আলী আরশাদ দেওয়ান, সাবেক সভাপতি হাজী আবুল কাশেম, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক মো. শওকত আলী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শোভন আল-ইমরান, সিনিয়র সহ-সভাপতি মুনাওয়ার কানন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক ইলশে পাড়ের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকা সম্পাদক মো. জাকির হোসেন, দৈনিক ইলশেপাড় পত্রিকার যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, বাগাদী আহমাদিয়া ফযিল মাদরাসার আরবি প্রভাষক পীরজাদা মাহফুজ উল্লাহ খান, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা কবির আহমেদ ওসমানি, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা সভাপতি এম.এ. লতিফ, সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াছিন ইকরাম, সহ-সভাপতি মিজান লিটন, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন গাজী, পীরজাদা বরকত উল্লাহ খান, সদর থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মো. শাহাদাত, বাগাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন নান্নু, ইউপি সচিব এম.এ.কুদ্দুছ রোকন, আবু বকর মানিক, সালামত উল্যাহ খান শাহীন, বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাকির হোসেন খান, কবির পাটওয়ারী, আরিফ উল্যাহ গাজী প্রমুখ।

এছাড়াও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মহিলা আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার আহবায়ক অধ্যাপিকা মাসুদা নুর খান। নামাজে জানাযা, দাফন ও পরবর্তী দোয়া অনুষ্ঠানে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মো. লোকমান মিয়া কর্মজীবনে চাঁদপুর পৌরসভার কালেক্টরেট কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ৩০ পিএম, ১১ মে ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share