দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উদ্যোগে প্রায় ২শ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জজকোর্টের (জিপি) ও বিএনপি নেতা অ্যাড. আলম খান মঞ্জু, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাও. মাহফুজ উল্লাহ খান ইউসুফী, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক,চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ।
এসময় হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষক প্রীতম পাটোয়ারী, অনামিকা আক্তার, সুবর্ণা আক্তার, মিম আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী চৌরাস্তা বাজার জামে মসজিদের খতিব মাও. শাহজাহান চাঁদপুরী।
স্টাফ করেসপন্ডেট, ২৮ মার্চ ২০২৫