প্রথম সারির জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার হাজীগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম জয়। গত ৪ জানুয়ারি দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এ এম এম বাহাউদ্দীন এর স্বাক্ষরিত পত্রে চাঁদপুরের স্টাফ রিপোর্টার বি এম হান্নানের মাধ্যমে উক্ত নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন। এর আগে গত বছরের ২৫ নভেম্বর পত্রিকাটির কার্যালয়ে ইন্টারভিউ নেওয়া হয়।
সাংবাদিক জহিরুল ইসলাম জয় এছাড়াও স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ, নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস্ পত্রিকায় কর্মরত রয়েছেন। তাছাড়া তিনি জাতীয় দৈনিক আজকালের খবর, জনকণ্ঠ, আজকের পত্রিকা, কুমিল্লার আলো, চাঁদপুর দর্পনসহ অনেক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছেন।
নতুন বছরে দেশের সুনামধন্য জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় নিয়োগপত্র পেয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন সাংবাদিক জহিরুল ইসলাম জয়।
নিজস্ব প্রতিবেদক,৯ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur