চাঁদপুর

দেয়ার মানসিকতা থাকলে সমাজ ও দেশ উপকৃত হবে : জেলা প্রশাসক

আশিক বিন রহিম :

চাঁদপুরের জেলা প্রশাসক ইসমাইল হোসেন বলেছেন, ‘সমাজ উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের কাছে একজন শিক্ষক হলেন আদর্শ। শিক্ষকরা যে রকম আচরণ করবে শিক্ষার্থীরা তেমনিভাবে শিক্ষাগ্রহণ করবে। তাই শিক্ষাথীদের সাথে শিক্ষকদের ভালো আচরণ করতে হবে।’

মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে ‘প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নকল্পে জেলা প্রশাসকের সাথে শিক্ষকদের মতবিনিময়সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, ‘শিক্ষকদের কাছ থেকে ভালো কিছু শিখতে চায় শিক্ষার্থীরা। শিক্ষকতা শুধুমাত্র একটি পেশাই নয়, এখানে একটি উদ্দেশ্য থাকতে হবে। আমাদের সকলের লক্ষ্য থাকতে হবে আমরা সমাজকে কিছু দেবো। সমাজকে কিছু দেয়ার মানসিকতা যদি আমরা আমাদের সন্তান এবং আমাদের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারি তবে সমাজ এবং দেশ উপকৃত হবে। আমরা উপকৃত হবো।’

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন।

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহম্মদ, সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যা, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তফা কামাল বাবুল প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ শাহিদা আকতারসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ভালো আচরণ করতে হবে। সমাজ উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের কাছ থেকে ভালো কিছু শিখতে চায় শিক্ষার্থীরা।’

আপডেট:   বাংলাদেশ সময় : ১০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৯:২১ পূর্বাহ্ণ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share