চাঁদপুর শহরের পুরানবাজারে দেড় টন জাটকা সহ শফিকুল বেপারী (২০) ও সাগর মিয়া (৩৪) নামের ২ জনকে আটক করেছে পুরানবাজার পুলিশ ফাঁড়ি।
শুক্রবার ১৯ মার্চ ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুরানবাজারের দোকানঘর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে থাকা ১১ ড্রাম জাটকা (আনুমানিক দেড় হাজার কেজি) জব্দ করা হয়। এসময় গাড়ির চালক সহ ২ জনকে আটক করা হয়। জাটকাগুলো লক্ষীপুর ইউনিয়ন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলো।
জানা যায়, পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩ টা থেকে দোকানঘর এলাকায় ওৎ পেতে থাকে পুলিশ। পরে ভোড় সাড়ে ৪টায় দোকানঘর এলাকায় পিকআপ ভ্যানে মাছগুলো পাচারকালে পুলিশ তাদের ধরে ফেলে। এসময় ১১ ড্রাম জাটকাসহ ২ জনকে আটক করা হয়।
পরে সকাল ১১টায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে শহরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় মাছগুলো বিতরন করে দেওয়া হয়।
এ ব্যপারে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, জাটকা বিরোধী অভিযানে পুলিশ বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। শুক্রবার ভোড়ে পুরানবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে দেড় টন জাটকাসহ ২ জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, মৎস্য দপ্তরের ফিল্ড এ্যাসেসটেন্ট মোঃ রিয়াজুর রহমান।
আটককৃতদের বিরুদ্ধে মৎস আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সিনিয়র করেসপরেন্ডন্ট , ১৯ মার্চ ২০২১