Home / সারাদেশ / দেড় লাখ টাকা করে পাবে মৃতদের পরিবার : নৌ-পরিরবহন প্রতিমন্ত্রী
khaled
ফাইল ছবি

দেড় লাখ টাকা করে পাবে মৃতদের পরিবার : নৌ-পরিরবহন প্রতিমন্ত্রী

রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার ২৯ জুন ঢাকার সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার স্থান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিআইডব্লিউটিএ’র নৌ-দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে। তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।’

তিনি জানান, ‘ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সি সি টিভি ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে এটি দুর্ঘটনা নয়, হত্যাকান্ড। এক্ষেত্রে লঞ্চ মালিকদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।’

ঢাকা ব্যুরো ৩০ জুন, ২০২০ (বাসস) :