চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গে ভর্তির দেড় ঘন্টা পর একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম আইনুল (৬৫)। তার বাসা শহরের বকুলতলা রোড এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আইনুল করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে সদর হাসপাতালে আসেন। অবস্থা খারাপ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সোয়া ৯টার দিকে তিনি সেখানে মারা যান।
এরপর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
করেসপন্ডেট,২৪ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur