কোন ধোকাবাজ দেশ বিরোধীদেরকে মানুষ আর ভোট দিবে না: জয়নাল আবেদীন

চাঁদপুর শহরের পুরাতন বাজার ১ থেকে ৫নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

২৬ জানুয়ারী সোমবার সকালে থেকে চাঁদপুর শহরের পুরাতন বাজার ১,২,৩,৪ ও ৫নং ওয়ার্ড বউবাজার, মেরকাটিস রোড, পালপাড়া, দাসপাড়া, জাফরাবাদ, শ্রীরাম দি, রঘুনাথপুর বাজার, ওয়াফদা বাজারসহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি।

গণসংযোগ ও পথসভায় শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, ইসলাম ও দেশপ্রেমিক মানুষরা আজ জাগ্রত হয়েছে, ন্যায় বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় এবার হাতপাখাকে বিজয়ী করবে।

স্বৈরাচারের বিদায়ের পর মানুষ যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই বাংলাদেশের মূল ভিত্তি হবে ইসলাম। আমরা ইসলামের সুমহান আদর্শকে ভিত্তি করেই একটি উন্নয়নশীল জন আকাঙ্ক্ষার কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমরা শুধু ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দিতে পারবে না। যারা ইসলামকে ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে, তারা ক্ষমতার জন্য এখন বিদেশি শক্তির কাছে ধরনা ধরছে। শুধু তাই নয়, তারা এখন বিধর্মীদের সাথে আঘাত করে বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়।

তিনি বলেন, আজ দেশের মানুষ সচেতন, কোন ধোকাবাজ দেশ বিরোধীদেরকে মানুষ ভোট দিবে না। বিগত দিনে যারা সরকারে থেকে দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন করতে পারেনি। এখন মানুষ দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সচেতন হয়েছে, এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণ করতে সাধারণ মানুষ হাতপাখা মার্কায় ভোট দিবে।

তিনি বলেন, চাঁদপুর শহরের পুরান বাজার সারা দেশে পুরনো ব্যবসায়িক অঞ্চল হিসেবে পরিচিত ছিল। অথচ আমাদের কোন ভালো জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়ার কারণে আজ এই ব্যবসায়িক অঞ্চলের ঐতিহ্য হারিয়ে গেছে।যদি মানুষের ভোটে আমাদের চাঁদপুরের জন্য একজন ন্যায়পরায়ন সৎ ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়, তাহলেই চাঁদপুরের ব্যবসায়ীক পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।তাই চাঁদপুরের উন্নয়ন, ব্যবসায়িক ঐতিহ্য ও নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে আগামী ১২ তারিখ হাতপাখা মার্কাকে বিজয়ী করুন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদসানী, জয়েন্ট সেক্রেটারী শাহজামাল গাজী সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল বাশার, সেক্রেটারী মোহাম্মদ মহিবুল্লাহ, পৌর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ সভাপতি হাফেজ শাহাদাত হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইদুল ইসলাম, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাসির উল্লা বাহাদুর, পৌর ৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ড নেতা মাওলানা ওমর ফারুক, ১নং ওয়ার্ড সহ সভাপতি শরিফ গাজী, ২নং ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারী রাজীব খান।

এছাড়াও ইসলামী আন্দোলনের ওয়ার্ড ও মহল্লা কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।