দেশ কৃষি উৎপাদন স্বয়ংসম্পূর্ণতার দিকে আরও এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২২ এপ্রিল শুক্রবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১২শ’ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি বলেন, আউশ ধানের উপর কৃষকদের নজর বাড়াতে হবে। তাহলে পানি সেচের দিকে কৃষকের তেমন চাপ পড়বে না। এবার চাঁদপুর সদরের ১২শ’ জনকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সার এবং বীজ দেওয়া হয়েছে। এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারের শুভ পরিকল্পনার কারণে বংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি আরো বলেন, দিন দিন কৃষিজমি কমে যাচ্ছে। তাই স্বল্প জমিতে অধিক খাদ্য উৎপাদন করতে হবে। আশা করি সময়ের সাথে সাথে কৃষকদের উৎসাহিত করতে এই প্রণোদনা আরো বাড়বে। দেশ কৃষি উৎপাদন স্বয়ংসম্পূর্ণতার দিকে আরো এগিয়ে যাবে।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। তাঁরই সুযোগ্য কন্যার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশ এখন খাদ্য শষ্য রপ্তানি করে। আমরা কেবল গ্রহীতা না, আমরা দাতাও।

তিনি বলেন, শেখ হাসিনা মানুষের নেত্রী। মানুষের কথা ভাবেন মানুষকে ভালোবাসেন তার বাবার মতো। তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। তার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বের রোল মডেল।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিজামুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।

আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর থানা ওসি মুহাঃ আব্দুর রশিদ প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২২ এপ্রিল ২০২২

Share