হাজীগঞ্জ

দেশ এখন উন্নয়নের মহাসড়কে : এমপি মেজর রফিকুল ইসলাম

হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন,‘শহরের সকল সুযোগ সুবিধা গ্রামেই গড়ে উঠবে। সে লক্ষে কাজ করছে সরকার। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্ববসী বাংলাদেশের উন্নয়ণ দেখে বিস্মিত হচ্ছে।’

সোমবার(১৫ এপ্রিল) সকালে হাজীগঞ্জে দিনব্যাপী সরকারের বিভিন্ন উন্নয়ণমূলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়শীল দেশের কাতারে অবস্থান করছেন। বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বেড়েছে। শহর থেকে গ্রাম সর্বাঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশে এতো উন্নয়ন সম্ভব হয়েছে আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারণে। আওয়ামীলীগ ছাড়া আর কেউ দেশের উন্নয়ন নিয়ে এতো ভাবেনা।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে, সাবেক ছাত্র নেতা শাহাদাত হোসেনের পরিচালানয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক রশিদ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গাজী মো.মাইনুদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান, জাকির হোসেন লিটু, মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, পৌর আওয়ামীলীাগের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ খসরু, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিমউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দুলাল হোসেন দুলাল, হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রকৌ. শফিকুর রহমান, সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুশু।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৫ এপ্রিল,২০১৯

Share