চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার ও কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ এবং কৃষির বিভিন্ন দিক ও সমস্যা নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
মায়া চৌধুরী আরো বলেন, কৃষক বাঁচলে দেশ বাছবে, এ চিন্তা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পানির সেচ সুবিধার জন্য বোরো মৌসুমে ডিজেল ক্রয়ের টাকা প্রদানসহ নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। একজন কৃষক দশ টাকায় ব্যাংকে একাউন্ড খোলার সুযোগ পেয়েছেন। সরকারের এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা কম খরচে ফসল উৎপাদন করতে পারেন এবং এ দেশ খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জন করে। অথচ বিএনপি সরকারের সময় সেচ সুবিধার জন্য বিদ্যুৎ চাইতে গিয়ে সারের দাবীতে আন্দোলন করতে গিয়ে দিনাজপুরে কৃষকরা গুলিবিদ্ধ হন বলে সাবেক মন্ত্রী কৃষকদের স্মরণ করিয়ে দেন।
সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন,আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক পরিবারের সন্তান ছিলেন। কৃষকদের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম দরদ ছিল বলেই তার সরকারের সময় বিএডিসির মাধ্যমে কৃষকদের মাঝে সাহায্য প্রদানের কর্মসুচী গ্রহণ করেছিলেন । বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এদেশের আপামর মানুষের জীবন মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পুর্নতা অর্জনসহ দেশের অভূতপূর্ব উন্নয়ন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি এসময় মতলব উত্তর উপজেলার কৃষি অফিসার ও কৃষি অফিসের সকল কর্মকর্তাদেরকে সরকারের সেবাসমুহ মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরো আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।
এরপূর্বে উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর নেতৃত্বে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিথী রানী দাস।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদ হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন মিয়াজী, শেখ ফরিদ শাকিল, আতিকুর রহমান, খায়রুল ইসলাম, মোঃ শাহ আল ফারুকী, নুর মোহাম্মদ প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক, ১৬ ফেব্রুয়ারি ২০২৪