পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৪৬টি ফিরতি হজ ফ্লাইটে ১৭ হাজার ৩৯ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন।
বৃহস্পতিবার ২১ জুলাই হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এতে আরো বলা হয়, বাংলাদেশ বিমানের ১৯টি ও সৌদি এয়ারলাইন্সের ২২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।
বাংলাদেশ হজ অফিস মক্কায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজীদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।
চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।
এদিকে, সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ২৮ হাজার ৬৮৩ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ৭জন নারীসহ ২৩ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৩জন ও জেদ্দায় ১জন হজযাত্রী ইন্তেকাল করেন।
২২ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur