দেশে এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে করোনাভাইরাসের ভ্যাকসিনের ৮১ লাখ ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৩ লাখ ২৬ হাজার ৮৬৬। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ২৪ হাজার ৭০৯ এবং নারী ৮ লাখ ২ হাজার ১৫৭ জন।
এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ জন। এর মধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৫৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৩৪১।
রবিবার ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭২ লাখ ২৪ হাজার ৩০৭ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা.মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৭১ হাজার ৫৭০ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৬৭৯ এবং নারী ৬৪ হাজার ৮৯১ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১৯ হাজার ৫২০ জন। এরমধ্যে পুরুষ ১১ হাজার ৭৫৩ এবং নারী ৭ হাজার ৭৬৭ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ১৭ হাজার ১৫৮ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ৪৭ হাজার ৩৮১ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৭ হাজার ৫১৪ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ১৯ হাজার ৫৯১ জন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৫২ জন,প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২০২ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ১২ হাজার ৭৬৪ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৭ হাজার ৯৯০ জন।
রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৪১ জন, প্রথম ডোজ ৬ লাখ ৬৩ হাজার ৬৫২ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ১০ হাজার ১১৬ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯২৫ জন।
খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৬৪২ জন, প্রথম ডোজ ৭ লাখ ৩১ হাজার ৮৫ জন।
বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৩৬ জন, প্রথম ডোজ ২ লাখ ৫১ হাজার ১১৯ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন,প্রথম ডোজ ৩ লাখ ৯১৩ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপি গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বার্তা কক্ষ , ২৬ এপ্রিল , ২০২১
এজি