ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ছয় কোটি ৩৫ লাখ সিম নিবন্ধিত হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রশন কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আবারো বলেন, ৩০ এপ্রিল সিম নিবন্ধন শেষ হবে, এরপর আর সময় বাড়ানো হবে না।
তারানা হালিম বলেন, ৩০ এপ্রিল সিম রিম নিবন্ধনের শেষ তারিখ। ১ মে থেকে স্বল্প সময়ের জন্য ইঙ্গিত দেবো, যারা বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন করেননি তাদের সিম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। পর্যায়ক্রমে এই সময় (ডিঅ্যাক্টিভ) বৃদ্ধি পাবে এবং এক সময় বন্ধ হয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধন কাজের জন্য একলাখ ডিভাইস রয়েছে। তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। আশা করি বাকী সময়ের মধ্যে বাকী সিমগুলোর পুন:নিবন্ধন শেষ হয়ে যাবে।
সচিবালয়ে যে পয়েন্টটি উদ্বোধন করা হয়েছে সেখান থেকে সকল মোবাইল অপারেটরের সংযোগ নিববন্ধন করা যাবে।
: আপডেট ৩:০০ এএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ