গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদে জানিয়েছেন, দেশে ১০ হাজার ৪১৪টি পরিত্যক্ত সরকারি বাড়ি রয়েছে। বরিশাল বিভাগের কোনো জেলাতেই পরিত্যাক্ত বাড়ি নেই।
ঢাকা শহরে পরিত্যাক্ত বাড়ি রয়েছে ৬ হাজার ৪০৬টি । বিক্রয় তালিকাভুক্ত ৪ হাজার ৭৮২টি।
এছাড়া ঢাকার ১২৮টি সরকারি বাড়ি বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারিদের অবৈধ দখলে রয়েছে।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২৬ জুন এম আব্দুল লতিফের , নুরুল ইসলাম মিলনের ও সেলিনা বেগম টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী ঢাকায় ১২৮টি সরকারি বাড়ি বর্তমানে অবৈধ দখলে রয়েছে।
নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, দেশে ১০ হাজার ৪১৪টি পরিত্যাক্ত বাড়ি রয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ৬ হাজার ৪০৬টি পরিত্যাক্ত বাড়ি রয়েছে। এরমধ্যে বিক্রয় তালিকাভুক্ত ৪ হাজার ৭৮২টি। অবৈধ দখলে রয়েছে ৬৬টি বাড়ি।
১ হাজার ৪৮৭টি বাড়ি বরাদ্দ প্রাপ্তদের কাছে ভাড়ার ভিত্তিতে বিক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনায় পরিত্যক্ত বাড়ি রয়েছে ১৪২১টি, কুষ্টিয়ায় ৫০৭টি চট্টগ্রামে ৩৫৩টি, দিনাজপুরে ৩৭৮টি, নীলফামারীতে ২২৩টি, লালমনিরহাটে ১০৮টি, বগুড়ায় ২৮০টি, রাজশাহীতে ২২৮টি, নারায়নগঞ্জে ৬২টি, রাজবাড়ীতে ৩৬টি, পাবনায় ১২৩টি, যশোরে ৯২টি, সিরাজগঞ্জে ১৩টি, চাপাইনবাবগঞ্জে ১৬টি, চুয়াডাঙ্গায় ২৭টি, রংপুরে ৪২টি, কুড়িগ্রামে ১৭টি, গাইবান্ধায় ২১টি, গাজীপুরে ৩টি, নরসিংদীতে ২টি, নটোরে ৭টি, জয়পুরহাটে ১টি, বাগের হাটে ১টি, কুমিল্লায় ৩টি, কক্সবাজারে ১টি, সিলেটে ৪টি, ঠাকুরগাঁও ৯টি।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ এএম, ২৮ জুন ২০১৬, মঙ্গলবার
এজি/ডিএইচ