বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন ২১ সেপ্টেম্বর। তিনি হজের আনুষ্ঠানিকতা শেষ করার পর সৌদি আরবে আরো কয়েকদিন থাকবেন। এ সময় তিনি সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে সেখানেই থাকবেন ও চিকিৎসা নিবেন।
খালেদার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়া হজের পরে সেখানে চিকিৎসা নিতে পারেন বলে তার ফিরতে আরো ক’দিন সময় লাগবে। চিকিৎসার জন্য লন্ডনে যাওযার কথা রয়েছে। তবে আপাতত সেখানে যাচেছন না। সৌদি আরবেই চিকিৎসকের পরামর্শ নিবেন।
বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তার পুত্র তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট পুত্র বধু শর্মিলা রহমান সিঁথি ও তার দু’কন্যা রয়েছেন। তারাও তার সঙ্গে সেখানে অবস্থান করবেন।
সূত্রটি জানায়, খালেদা জিয়া ২০ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন। দেশে পৌঁছবেন ২১ সেপ্টেম্বর। আর তারেক রহমান তার পরিবার ও কোকোর পরিবারের সদস্যদের নিয়ে ২০ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তারা সবাই সেখানে পৌছঁবেন ২১ সেপ্টেম্বর।
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৪:৪৪ পিএম,১৪ সেপ্টেম্বর ২০১৬ বুধবার
এজি/এইউ